কানাডার পর লন্ডনেও বেগম পাড়ার সন্ধান
কানাডার পর এবার লন্ডনেও কথিত ‘বেগমপাড়া’র সন্ধান পাওয়া গেলো। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে এনে স্বপ্নের শহর লন্ডনের অভিজাত এলাকায় কেনা হচ্ছে বিশাসবহুল বাড়ি । শুধু ২০২০ সালের প্রথম ৯ মাসে প্রাইম সেন্ট্রাল লন্ডনে ৯৮টি লেনদেনের মাধ্যমে প্রায় ১২ কোটি ২৯ লাখ পাউন্ড মুল্যমানের প্রপার্টি কিনেছেন বাংলাদেশীর!। বাংলাদেশী টাকার অঙ্কে এর পরিমাণ […]