শরতে তোমায় নিমন্ত্রণ

– সৈয়দ আহমদ জুয়েদ 

————————————-

কাশফুলের ডগায় যে স্বপ্ন বুনেছে প্রজাপ্রতি 

রোদের মমতায় পেখম মেলেছে সহজেই 

শরতের  হাওয়ায় যে ফুল দুল খায় 

তার ও সুভাস ঘুরে বেড়ায় ভেতর বাড়ি 

রাতের চাঁদ জোসনায় বিলি করে  

পাহাড়ি ঝর্ণার শব্দের  ঢেঊ 

শরতে এমন হয় , যার যে টুকু 

তার বসত ঘরে ছবি আগে 

রঙিন তুলি | 

কেন যেন শরতে দেখা হয়না 

তোমার সাথে  প্রেমে – ওপ্রেমে |

বুনোন গল্পে রাখিনি চোখ ,

 দেখা হয়না স্বপ্ন 

লিখা হয় না কবিতা 

গাওয়া হয়না গান ||

একবার এসো , এই শরতে ছুটি দেই 

ঘন মেঘের বিকেল – খুঁজে নেই নিজস্ব 

শরতময় স্বচ্ছ আকাশ ||

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *