সবুজ ঘাসের পৃথিবী – রওশন হাসান

সবুজ ঘাসের পৃথিবী
– রওশন হাসান

সেই শৈশব থেকে আজ অবধিসবুজ ঘাসের
পৃথিবীতেরেখেছি চরণহেঁটে হয়েছি
পরিশ্রান্ত নিকুঞ্জপথে l
গাছের ফাঁকে ভোরের প্রথম আলোকছটায়
সোনলি রঙে রাঙানো ঘাস দেখেছি l

দূর্বাঘাসে দেখেছি
লজ্জাবতীর জড়িয়ে থাকা
ঘাসের ডগায় দেখেছি শিশিরবিন্দু
ঘাসফুলে পরেছি কানের দুল
দেখেছি কাঠবিড়ালির চঞ্চলতা নরম ঘাসের পরে
শীতের শেষে দেখেছি ধূসর হলদে ঘাসের সারি
ঘাসের গালিচায় শুয়ে দেখেছি রাতজাগা চাঁদ
দেখেছি ঘাসরঙা ঘাসফড়িঙের ইতস্ততঃ আসা-যাওয়া আঁচলে কুড়িয়েছি ঘাসের পরে ঝরা শরত প্রাতের শিউলি পায়ের নীচে ঘাসের ছোঁয়ায় আজও বিরামহীন চলছি পথ সবুজ ঘাসকে চলার সাথী করে সবুজ এই প্রান্তরে l

Loading