মেঘেরা মরে গেলে বৃষ্টি হয়
– স্বপ্ন কুমার
ইশ!
মেঘেরা কেন যে উড়ে
মেঘেরা কেন যে ঘুরে
মেঘেদেরও কি পুর্নজন্ম হয়?
সবারই কোনো না কোনো
গন্তব্য থাকে
থাকো কোনো আশ্রয়
মেঘেদের জন্যে বড় দুঃখ হয়
মেঘেরা কেবলই ঘুরে
ঘুরে ঘুরে ক্লান্ত হয় আর
একদিন ঝরে পরে…
মেঘেরা মরে গেলে বৃষ্টি হয়
– স্বপ্ন কুমার
ইশ!
মেঘেরা কেন যে উড়ে
মেঘেরা কেন যে ঘুরে
মেঘেদেরও কি পুর্নজন্ম হয়?
সবারই কোনো না কোনো
গন্তব্য থাকে
থাকো কোনো আশ্রয়
মেঘেদের জন্যে বড় দুঃখ হয়
মেঘেরা কেবলই ঘুরে
ঘুরে ঘুরে ক্লান্ত হয় আর
একদিন ঝরে পরে…