বৃষ্টি-বিলাস – জেবুন্নেছা জোৎস্না

বৃষ্টি-বিলাস
– জেবুন্নেছা জোৎস্না

হেমন্তের ঝরা পাতার হলুদ বাদলে—
চুমুকে ভেজা ক্যাফের কাঁচ গলে
আঁকছি তোমায়,
ম্যাডিসন অ্যাভিনিউ’র নির্বিকার কোলাহলে।

ইথারে ভাসা শব্দহীন সম্বোধনে-
চলন্ত গাড়ির উইন্ড স্ক্রিন ফোঁটা জলে-
মুছছি তোমায়,
আসছ যতবার সম্মুখে মন ভুলে।

অতঃপর বিরতির ব্যবধানে-
অবশিষ্ট লাঞ্চের প্যাকেটে মুড়ে-
ফেলছি তোমায়
আনমনে চলতি পথের ট্র্যাশক্যানে।

শহুরে ঘড়ির ঢং ঢং সময়ের আর্বতনে
হঠাৎ বাদলের মাতাল মাদল আমন্ত্রণে-
যেদিকেই তাকাই দেখি, তুমি আছো —
তুমি আছো আমার সবখানে আর সবখানে!

Loading