Chonda Binte Sultan thumb

পালাবে কোথায় – ছন্দা বিনতে সুলতান

পালাবে কোথায়
– ছন্দা বিনতে সুলতান

পালাতে চাও কবি
কোথায় পালাবে?
এই ঘর ছেড়ে, সংসার ছেড়ে
এই প্রাঙ্গন জনপদ ছেড়ে।
কোথায় পালাবে।

মনুষ্যজন থেকে দুরে থাকতে চাও
জন মানবকে এত ভয় কেন?
নির্জনতা ভালোবাস
নির্জন দ্বীপে একাকী বাস করতে চাও।
ছেড়া দ্বীপে চলে যেতে চাও।

কি নিবে তোমার সাথে ভেবেছ কি?
তোমার ল্যাপটপ
সেটা নিশ্চই সাথে নিবে।
তোমার মুঠো ফোন,
ওটা ছাড়া তো তোমার
এক মুহূর্ত চলে না

কবি তুমি শহর জনপদ ছেড়ে,
পালাতে চাও।
অথচ ভেবেছ কি
গোটা পৃথিবী সাথে নিয়ে চলছ।

Loading