কিছু বিকেল বেলা – মাকসুদা আহমেদ

কিছু বিকেল বেলা
– মাকসুদা আহমেদ

আজ না হয় বিকেল গুলোর কথা বলি!
এমন কিছু বিকেল ছিল,
কাঁচা মাটির মায়ায় জড়ানো উঠোন কোনে মায়ের হাতে চুলের বেণীগাঁথা।
এমন কিছু বিকেল ছিল,
বৃষ্টিধারা ভিজিয়ে সব পথ ঘাট হলুদ আলোয় হাসতো সব গাছের পাতা!
কখনো কিছু বিকেল আসতো নিয়ে মৌ মৌ ঘ্রাণ ,
উড়তো ভ্রমর ফুলে ফুলে,
বুলবুলিরা গাইতো গান!
হঠাৎ কিছু বিকেল ছড়াতো
বিষণ্ণতা জানালার পাশে এলোচুলে চোখ ছলছল।
বুকের মাঝে উড়াউড়ি অযথা য্যেন, কিছু বেদনার ছোঁয়া পাখিদের দল!
কখনো কখনো বিকেল গুলো বলতো শুধু, তারি মায়া ঠোঁটের ওঠানামা সে না বলা কথা।
অধীর সে গোধূলি বেলায় শাড়ীর আচল ছুঁয়ে দেয়া সে কল্প গাঁথা !
কিছু বিকেল ডাকতো আমায়, পুরোনো ডাইরির পাতা জুড়ে চোখ পাতানো, ফেলে আসা পুরনো দিনের আলোয়!

তন্ময় হয়ে এই য্যান আবার পরশ পাই কেটে যাওয়া সুখের মলয়।
কিছু কিছু বিকেল এমন আসে, লাল নীল সবুজ রঙে ভরা ক্যানভাসে।
বিকেল আসে বিকেল যায় এমনি সদা জীবনের বারমাসে।

Loading