Maniza Rahman Thumb

আকাঙ্খার পলিমাটি – মনিজা রহমান

আকাঙ্খার পলিমাটি
– মনিজা রহমান

কে যেন বলেছিল,

এদেশে গোলাপে গন্ধ নেই,

এসব নিছক জংলী!

তবু আমি মর্মাহত হলাম

প্রিয় গোলাপের গন্ধবিহীন সান্নিধ্যে গিয়ে

টের পেলাম, আমি এখন দেশান্তরী

বিশ্বমানব হতে গিয়ে

বলেশ্বর নদী পার হতেপারলামনা কোনদিন!

পুরনো ঢাকার ধুলোবালিময় বাতাসের তরঙ্গ

গেঁথে রইল আজীবন মস্তিস্কের নিউরনে।

বৃষ্টি হলে তাপমাত্রা বেড়ে যায় এই শহরে

তবু সেই বৃষ্টিকে ভালোবাসতে পারলাম কই?

ঘরের পাশে বয়ে চলা ইস্টরিভার

আমায় ফিরিয়ে দেয় সেই নদী,

যে নদী জেগে থাকে স্বপ্নের ভিতর।

সবুজ বৃক্ষরাজির সংস্পর্শে

অন্তর নদীর দূকুল উপচে পড়া সুনামী জানায়,

আমি এখনও ভালোবাসি সবুজ

ভালোবাসি সবুজ একটি পতাকা,

যে পতাকা আমার বিজয়ের,

যে পতাকা অনুক্ষণ ওড়ে হৃদয়মাঝে।

Loading