উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু

১৭ আগস্ট উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু,দুই বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

জুমাস ডেস্ক: আগমী ১৭ আগস্ট থেকে সকল শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে।
তবে ভয়াবহ বন্যার কারণে দুটি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক ও সমমানের চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেই চারটি বিষয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, সেই সময়সূচি চট্টগ্রাম ও মাদ্রাসা বোর্ড ঘোষণা করেছে ।
গত রোববার (১৩ আগষ্ট ) এই দুটি বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর অধীনে উচ্চ মাধ্যমিকের স্থগিত প্রথম চারটি বিষয়ের পরীক্ষা নতুন নির্ধারিত তারিখ অনুযায়ী ১৭ আগস্টের বাংলা প্রথমপত্র পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্র ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এবং মাদরাসা শিক্ষা বোর্ড এর অধীনে আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষাও নতুন নির্ধারিত তারিখ অনুযায়ী ১৭ আগস্টের কুরআন মাজিদ পরীক্ষা ১ অক্টোবর, ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) এবং আরবি সাহিত্যের (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা ৩ অক্টোবর, ২২ আগস্টের বাংলা প্রথমপত্র ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয়পত্র ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও ভয়াবহ বন্যার কারণে পেছানো হয়েছে বলে জানা গেছে। তবে এখনও কারিগরি বোর্ডের পরীক্ষার নতুন সময়সূচি পাওয়া যায়নি।

গত ১১ আগস্ট টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *