জুমাস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের পুরোটাই কেড়ে নিয়েছে বৃষ্টি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুরুতে বোলিং করা বাংলাদেশ বেশ দাপটই দেখাল। প্রথমে ইনিংসে ব্যাট করা পাকিস্তানকে ২৭৪ রানে গুটিয়ে দিয়েছেন টাইগার বোলাররা। ৫ উইকেট দখল করেছেন মেহেদী হাসান মিরাজ। জবাবে কোনো উইকেট না হারিয়ে সাদমান ইসলাম ও জাকির হাসানের জুটিতে ১০ রান তুলেছে টাইগাররা।
দ্বিতীয় টেস্টে একটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। একাদশ থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ।
দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। সেটিই হয়ে রইল দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের একমাত্র সাফল্য। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের সকালের সেশনে বাংলাদেশের বোলারদের পিটিয়ে ৯৯ রান তুলে নিয়েছেন শান মাসুদ ও সাইম আইয়ুব।
দিনের প্রথম ওভার করতে আসেন তাসকিন আহমেদ। সকালে দারুণ সুইং আদায় করে নিয়েছেন তিনি। প্রথম পাঁচটি বলে আউটসুইং করালেও শেষ বলটি করান ইনসুইং। তাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। বোল্ড হয়ে যান আবদুল্লাহ শফিক।
বাংলাদেশ বোলারদের মধ্যে মিরাজ ৬১ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। এছাড়া তাসকিন ৩টি উইকেট পান।
প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এই ম্যাচে হারলেও সিরিজ ‘ড্র’ করবে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ ‘ড্র’ হলেও লাভ বাংলাদেশের। সেক্ষেত্রে ১-০ ব্যবধানেই সিরিজ জিতে নেবে টাইগাররা।