জুমাস ডেস্ক : বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং বন্যা-পরবর্তী পুনর্বাসনের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিওর সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বন্যার্ত মানুষদের সহযোগিতায় ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে, তা অভিভূত করার মতো।
বৈঠকে বন্যা আক্রান্ত এলাকাগুলোতে ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার এবং বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।
ড. মুহাম্মদ ইউনূস বলনে, বন্যার পানি নামতে শুরু করছে। এখনই সমন্বতিভাবে স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করতে হব। প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে ত্রাণ পাঠাতে হব। তাছাড়া, বন্যা কবলতি এলাকায় বদ্যিুৎ ও ইন্টারনটে সংযোগ দ্রুত পুনঃস্থাপনে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে সবার সমন্বিত উদ্যোগ জরুরি।
বন্যা-পরবর্তী পুনর্বাসন কাজের জন্য বৈদেশিক সাহায্য নেওয়া হবে। একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এর আগে, প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে বলেছিলেন, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করছে অনেক এনজিও। মূলত তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবেলার বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।