ঢাবিতে সংগ্রহ বন্যার্তদের জন্য ৭ কোটি ৭৮ লাখ টাকার চেয়ে বেশি

ঢাবিতে সংগ্রহ বন্যার্তদের জন্য ৭ কোটি ৭৮ লাখ টাকার চেয়ে বেশি

জুমাস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে গত এক সপ্তাহে সর্বমোট সংগ্রহ হয়েছে ৭ কোটি ৭৮ লাখের বেশি টাকা। এর মধ্যে নগদ অর্থ উঠেছে ৬ কোটি ৬৮ লাখের বেশি।  

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক আব্দুল কাদের এই তথ্য জানান।

সংগঠনের নেতারা জানান, নগদ অর্থের পাশাপাশি মোবাইল ব্যাংকিং মাধ্যমে ৮৩ লাখ ৮৮ হাজার টাকা এবং ব্যাংকিং মাধ্যমে ২৬ লাখ ৩৭ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক লুৎফর রহমান জানিয়েছেন, মোট সংগৃহীত অর্থের মধ্যে ৫ কোটি ৮৪ লাখ ১৭ হাজার ১৪৭ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়া হয়েছে।

সমম্বয়ক আবু বাকের মজুমদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে সংগ্রহীত এবং ক্রয়কৃত সামগ্রী ব্যবহার করে একটি পরিবারের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার এবং ওষুধের প্যাকেজ তৈরি করা হয়। এরকম ৮০০ থেকে ১২০০ টি প্যাকেজ ও ২০ থেকে ৩০ কেস পানি দিয়ে একটি ট্রাক লোড করা হয়। ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট রাত ৯ টা পর্যন্ত এরকম ৮২ ট্রাকের মাধ্যমে এক লক্ষের অধিক মানুষের কাছে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধায়নে ৪ হাজার প্যাকেজ হেলিকপ্টারযোগে বন্যাকবলিত দুর্গম অঞ্চলগুলোতে বণ্টন করা হয়েছে। এছাড়াও ৫ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের গণ রান্না কর্মসূচি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কুমিল্লার ৪ উপজেলা ও খুলনার পাইকগাছায় প্রায় ৫০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে এটি অন্যান্য বন্যাকবলিত জেলায়ও একই রকম কার্যক্রম গ্রহণ করা হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *