চ্যাম্পিয়নস লীগ জিতলো ম্যানসিটি

চ্যাম্পিয়নস লিগের এই একটা ট্রফিই বাকি ছিল ম্যানচেস্টার সিটির। এই একটা ট্রফির অপেক্ষাতেই ১২ বছর কাটিয়েছেন পেপ গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগের সেই ট্রফি না জিতলে সিটি যেন ইউরোপের অভিজাত ফুটবল ক্লাব হতে পারছিল না। গার্দিওলাও যেন পারছিলেন না তাঁর সমালোচকদের ভুল প্রমাণ করতে। লিওনেল মেসি ছাড়া তাঁর পক্ষে চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব না, এটা তো প্রায় প্রতিষ্ঠিত তত্ত্বই হয়েই যাচ্ছিল। 

অবশেষে সিটি পারল। পারলেন গার্দিওলাও। ইস্তাম্বুলে আজ ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে ম্যানচেস্টার সিটি জিতল এত দিনের অধরা চ্যাম্পিয়নস লিগ। আর তাতেই হয়ে গেল তাদের স্বপ্নের ট্রেবলও। গার্দিওলাও পেলেন ক্যারিয়ারের তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ট্রফি, বার্সেলোনা ছেড়ে আসার পর যা প্রথম।

এবারও প্রথমার্ধে যেন একটু নার্ভাসই হয়ে পড়েছিলেন সিটি ফুটবলাররা। অগোছালো ফুটবলে গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে ইন্টার মিলানের রক্ষণের ভুলের সুযোগে রকেট গতির শটে সোনার হরিণ হয়ে ওঠা গোল এনে দেন ফাইনালের নায়ক সিটি মিডফিল্ডার রদ্রি, এই গোলটাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।

আজ ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় পেপ গার্দিওয়ালার শার্দূলরা। চ্যাম্পিয়নস লীগের আসরে সিটিজেনদের এটাই প্রথম শিরোপা। এই শিরোপা জিতে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এক মৌসুমে ট্রেবল জয়ের ইতিহাসও গড়ে সিটি। 

Loading