সিলেট স্ট্রাইকার্স শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে

সিলেট স্ট্রাইকার্স শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে

জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লাকে ১২ রানে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ জয় তুলে নিয়েছে দলটি।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্স টস জিতে ব্যাট করতে নামে। বেন হাওয়েলের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। ৩১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন বেন হাওয়েল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে রিশাদ হোসেন ও সুনিল নারিন ২টি করে উইকেট নেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি। দলীয় ১৬ রানে ৫ বলে ৩ রান করে আউট হন ইমরুল কায়েস। এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন লিটন দাস।

তাওহিদ হৃদয় দলীয় ৩৯ রানে ১৫ বলে ১৭ রান করে আউট হন। এরপর ক্রিজে আসা জনসন চার্লসকে সঙ্গে নিয়ে মারমুখী ব্যাটিং করতে থাকেন লিটন দাস। তিনি আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন।

লিটন দাস ৭৯ রানের জুটি জনসনকে সঙ্গে নিয়ে গড়েন । এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জনসন ২১ বলে ১২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মইন আলি।

আসা আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন লিটন দাস। দলীয় ১৫৩ রানে ৫৮ বলে ৮৫ রানের অনবদ্য এক ইনিংস খেলে আউট হন লিটন দাস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেটের পক্ষে তানজিম সাকিব ৩টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

 সিলেট স্ট্রাইকার্স: নির্ধারিত ২০ ওভারে ১৭৭/৫ (লুইস ৩৩, জাকির ১৮, নাজমুল ১২, ইয়াসির ২, মিঠুন ২৮, হাওয়েল ৬২*, আরিফুল ৭*;

বোলিং: রাসেল ৪–০–৩৫–০, মঈন ২–০–১৩–০, আলিস ৩–০–৩৮–০, নারাইন ৪–১–১৬–২, মুসফিক ৪–০–৩২–১, রিশাদ ৩–০–৩৭–২)।

 কুমিল্লা ভিক্টোরিয়ানস: নির্ধারিত ২০ ওভারে ১৬৫/৬ (ইমরুল ৩, লিটন ৮৫, হৃদয় ১৭, চার্লস ১২, মঈন ০, রাসেল ২৩, জাকের ৭*;

বোলিং: আরিফুল ২–০–৩৬–০, সামিত ৪–০–১৫–১, শফিকুল ৪–০–১৮–১, সানজামুল ৩–০–২৫–০, তানজিম ৩–০–৩৩–৩, হাওয়েল ৪–০–৩৬–১)।

ফল: সিলেট স্ট্রাইকার্স ১২ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বেনি হাওয়েল (সিলেট স্ট্রাইকার্স)।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *