নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিরাপত্তার জন্য সেনাপ্রধানের কাছে বিসিবির চিঠি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিরাপত্তার জন্য সেনাপ্রধানের কাছে বিসিবির চিঠি

জুমাস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছরের অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। তবে দেশের সাম্প্রতিক অস্থির পরিবেশের কারণে টু্র্নামেন্ট এখন অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে।

কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের পরিস্থিতি এখন অস্থিতিশীল হলেও বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই নিরাপত্তা চেয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে চিঠিও লিখেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ভারতের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে চিঠি দেওয়ার বিষয়টি জানিয়ে মিঠু বলেন, ‘আমরা চেষ্টা করছি টুর্নামেন্ট আয়োজন করার। সত্যি বলতে আমরা খুব বেশি লোক দেশে নেই। বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে আর মাত্র দুই মাস সময় আছে।’

তিনি আরও বলেন, ‘আইসিসি আমাদের সঙ্গে দুই দিন আগে যোগাযোগ করেছিল। আমরা তাদের বলেছি দ্রুত জানাবো। আজকে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তবুও তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। এটা আমরা দিতে পারবো না, এটা আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। এজন্য সেনাপ্রধানকে চিঠি দিয়েছি।‘

এদিকে আইসিসি এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিকল্প হিসেবে তাদের ভাবনায় আছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলংকা। ১৮ দিনে ১০ দলকে নিয়ে ২৩ ম্যাচের এই টুর্নামেন্ট ঢাকা ও সিলেটে হওয়ার কথা রয়েছে।

ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই আওয়ামী লীগ সমর্থিত অনেক মন্ত্রী, এমপি ও নেতাদের বাড়িতে হামলা হয়েছে।

বাদ জাননি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সদ্য সাবেক হওয়া নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাও। নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকার বাড়ি পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। মাশরাফির বাড়ি পুড়লেও ভারতে একটি মহল সেটিকে প্রচার করেছে জাতীয় দলেরই আরেক ক্রিকেটার লিটন দাসের বাড়ি পোড়ানো হয়েছে।

অবশ্য ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ‘ফ্যাক্টচেক’ করে পরে আসল ঘটনা তুলে ধরেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ও ফ্যাক্টচেক করে আসল তথ্য তুলে ধরেছে।

অবশেষে এ নিয়ে মুখ খুললেন লিটন নিজেই। আজ শুক্রবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে লিটন একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লিখেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোন সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।

তবে আওয়ামী লীগ সরকার পতনের পর এখন বিসিবি প্রধানের কোনো খোঁজ নেই। এছাড়া আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত বোর্ডের আরও বেশ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিরাও গা ঢাকা দিয়েছেন। এমতাবস্থায়, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইসিসি আগামীকাল শনিবার (১০ আগস্ট) একটি মূল্যায়ন জানাতে পারে বলে উল্লেখ করেছে ক্রিকবাজ।

তিনি আরও লিখেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে । কারণ দেশটা আমাদের সবার।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *