এবারের বিপিএলের প্রথম দুই শ রানের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রংপুরের বড় জয়

এবারের বিপিএলের প্রথম দুই শ রানের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রংপুরের বড় জয়

জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) অবশেষে দুই শ রানের ইনিংস দেখতে পেল বিপিএল। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগে ব্যাট করে ৩ উইকেটে ২১১ রান করেছে রংপুর রাইডার্স।

বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমেই মিরপুরে ঝড় তুললেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। ইনিংসের শেষ দিকে তার ঝোড়ো ফিফটির সুবাদে চলতি আসরে প্রথম কোনো দল হিসেবে দুইশো ছাড়ানো সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স। ব্যাটিংয়ের পর বল হাতেও সফল হলেন নিশাম। এ ছাড়া অলরাউন্ড নৈপুণ্য দেখালেন সাকিব আল হাসান। রংপুরময় দিনে বেশিদূর এগোতে পারেনি চট্টগ্রাম চ্যালঞ্জার্স। ৫৩ রানের জয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল রংপুর রাইডার্স।

সাধারণত মিরপুরে দিনের ম্যাচে খুব বেশি রান হয় না। ব্যাটারদের রান পেতে বেশ বেগ পেতে হয়। তবে গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো বিপিএল খেলতে নেমেই সেই ট্যাবু ভাঙলেন রংপুরের দুই বিদেশি তারকা রেজা হেনড্রিকস ও জিমি নিশাম। বাকিরাও ছিলেন ছন্দে। তাতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রানে থামে রংপুর। সর্বোচ্চ ৫৮ রান করেছেন রেজা হেনড্রিকস। এ ছাড়া ২৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম।

জবাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয়। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এ নিয়ে বিপিএলে টানা পঞ্চম জয় তুলে নিলো রংপুর। সেই সঙ্গে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ব্যবধানও বাড়াল তারা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ২১২ রানের বড় টার্গেট তাড়ায় শুরুটা আদর্শ হয়নি। রংপুরকে প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব। ইনিংসের তৃতীয় ওভারে তার শিকার জশ ব্রাউন। ৯ বলে ১০ রান করেছেন তিনি। এরপর চট্টগ্রামের আরেক ওপেনার সৈকত আলী একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা কেউই ইনিংস বড় করতে পারেননি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *