চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে কুমিল্লার ভিক্টোরিয়ানসের বড় জয়

উইল জ্যাকসের শতকের পর মঈনের হ্যাটট্রিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে কুমিল্লার ভিক্টোরিয়ানসের বড় জয়

জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে ( বিপিএল) গতকাল  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবারের বিপিএলে প্রথম ম্যাচেই বিপিএলের রেকর্ড ছুঁয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। উইল জ্যাকসের শতকে ভর করে ২৩৯ রানের সংগ্রহ গড়া কুমিল্লা ৭৩ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা মঈন আলী, ৪টি নেন এ মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নামা রিশাদ হোসেনও। বিপিএলে রেকর্ড ৫টি ক্যাচও নেন জ্যাকস। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে এমন পারফরম্যান্সের পর রংপুর রাইডার্সের আরও কাছে চলে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৮ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান, পার্থক্য এখন শুধু নেট রানরেটে। অন্যদিকে তিনে থাকা চট্টগ্রাম হারল টানা দুটি ম্যাচ।

বিপিএলে এর আগে ২১১ রানের বেশি লক্ষ্য তাড়া করে জেতেনি কেউ। তবে রেকর্ড রান তাড়ায় চট্টগ্রামের শুরুটা হয়েছিল দুর্দান্ত। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৬১ রান তুলেছিল তারা, জশ ব্রাউন ও তানজিদ হাসানের উদ্বোধনী জুটিতেই আসে ৮০ রান। মোস্তাফিজের শর্ট বলে আপার কাট করতে গিয়ে উইল জ্যাকসের প্রথম ক্যাচে পরিণত হন তানজিদ। চট্টগ্রাম এরপর আটকেছে রিশাদ হোসেনের ঘূর্ণিতে। বিনা উইকেটে ৮০ রান থেকে ১১৫ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা, এর মধ্যে তিনটিই নেন রিশাদ।

সংক্ষিপ্ত স্কোর:

কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ২৩৯/৩ (লিটন ৬০, জ্যাকস ১০৮*, হৃদয় ০, গেস্ট ১০, মঈন ৫৩*; নিহাদউজ্জামান ৪-১-২৭-০, আল-আমিন ৪-০-৬৯-০, বিলাল ৪-০-৪৪-০, শহীদুল ৪-০-৪৯-২, ক্যাম্ফার ২-০২৩-০, সৈকত ২-০-২৩-১)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৬.৩ ওভারে ১৬৬ (ব্রাউন ৩৬, তানজিদ ৪১, ব্রুস ১১, শাহাদাত ১২, সৈকত ৩৬, ক্যাম্ফার ৫, শুভাগত ১৯, শহীদুল ২, নিহাদউজ্জামান ০*, আল-আমিন ০, বিলাল ০; মঈন ৩.৩-০-২৩-৪, তানভীর ৪-০-৫৩-০, ফোর্ড ২-০-২১-০, মোস্তাফিজুর ৩-০-৪৬-২, রিশাদ ৪-০-২২-৪)

ম্যান অব দ্য ম্যাচ: উইল জ্যাকসের

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৭৩ রানে জয়ী

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *