সবাই যে যার মতো বিবরেই
– তমিজ উদ্ দীন লোদী
সবাই যে যার মতো বিবরেই । অথচ কোমল চাঁদ
এখনো ছড়াচ্ছে জ্যোৎস্না অবিকল । শুধু বালির ভেতর
মুখ গুঁজে পড়ে আছে উটপাখি । কখনো দেখে না
সে , ‘হাজার এক রাত্রি’ থেকে উঠে আসে দৈত্যের আকৃতি ।
ধুলোয় ছড়িয়ে যায় রক্ত , ঠাণ্ডা চোখ নির্লিপ্তির
ভান বুনে, বিশ্বকেন্দ্রে জরায়ুর মতো কুঁকড়ানো ভ্রূণ
যেন, শুধু ইতিউতি মরু র্যাটলের ফণা উঠে আসে ;
শিল্পের উপরে ফেলে দাগ দর্পে হাঁটে সাজোঁয়া বাহিনী ।
ক্ষেপণাস্ত্রের ভাষায় উপ্ত হয়ে ওঠে নিদাগ নিলীমা
মানুষ কুঁকড়ে যায় ,পার হয় দূরত্বের সীমা,পরিসীমা ।