শিয়রে সাড়াশব্দ
– ফারহানা ইলিয়াস তুলি
কিছু পাপড়ি উড়িয়ে দাও বৃষ্টি বরাবর
কিছু ছবি এঁকে রাখো নদীর শিয়রে
দেখবে,বিপুল আলো সাজিয়ে দেবে ঘর
এবং পর্যটক ঝড় লুটোবে এই চরে।
যেখানে স্রোতের পাখি মহিমার গানে
সুর তোলে জীবনের- অথবা চলার
চৈত্রের বিবাগী রোদ সেই স্মৃতি মনে
প্রেমের পুষ্পগুলো উড়িয়ে দেয় আর…
সাড়াশব্দে কিছু দ্রোহ সাজিয়ে মাটিতে
প্রজন্মের হাতে তুলে দাও শ্রী-অনল
তারার শহর থেকে ভিন্ন দ্যুতি দিতে
আসে যারা-তারা চিনে কালের অতল।
চাইলে তুমিও চিনে নিতে পারো স্বর
আকার-ইকার দিয়ে সাজানো প্রণয়
মানবতা জয়ী হলে, প্রথম প্রহর
দাঁড়িয়ে মানুষকে বলে সহায় সময়।