ভালোবাসার রোদ
– সৈয়দ আহমদ জুয়েদ
রাতের
জোছনা পরিপাটি বিছানা সাজায়
অভিলাসী ইচ্ছের ঘরে ,
সুখ পাখি ডানা ঝাপটায়
কোলাহল মুখর সুন্দর সন্ধ্যায় ,
বালিশে মাথা রাখা ঘুম
আদোরে আদোরে পাড়ি দেয়
মহুয়ার বন |
শব্দের শব্দ গুলো লিখে যায়
আগত দিনের গান |
সাগরের মত কাছে টানে
মাতাল প্রেম |
দাঁড়িয়ে উঁকি মারে স্বপ্নের
সকালের আলো |
হাত ধরে স্পর্শ নেয়
আগামীর বোধ |
এমনি সময় –
তুমি বাড়ি থেকো ,
কোন এক প্রেম নিয়ে যাবে তোমায় –
তখন তুমি ভালোবাসার রোদ হয়ে ছুঁয়ে দিও
বেলা – অবেলার প্রতিটি ক্ষণ ||