গীতি কবিতা​

গীতি কবিতা​
সৈয়দ আহমদ জুয়েদ

রৌদ্রের মত ভালবাসি তোমায়
কান পেতে শুনে যাও …

বুকের নদীতে তোমার জন্য
বাধা আছে প্রেমের নাও |

ইচ্ছে হলে পাখা মেলো তুমি
প্রজাপতির মত মনে …

তোমার জন্য সাতটি রং
সাত রঙ্গে খেলা খেলে |

তোমার জন্য আকাশে যখন
ইচ্ছেরা ঘুড়ি উড়ায়…

মগ্নতা আমার দু’ চোখ জুড়ে
ভালবাসা খুঁজে বেড়ায় |

তুমি শুধু তোমার উপমায়
অতুলনীয় এক রাখী…

তোমার জন্য আমার ভেতর
ভালবাসা মাখা মাখি |

Loading