জাতীয় কবি নজরুল ইসলাম স্নরণে-
তোমাকে আজ বেশী দরকার ছিলো
– জুলি রহমান
সাত চল্লিশ থেকে একাত্তর হাঁটে
তোমার বাবড়ি চুলে
ঘসেটি প্রণয় বাঁধে কলম তোমার
গরাদের শিকে
মলিন চাদরে ঢেক প্রেম
বিলাও অবোধ জনতারে—
ভোরের সূর্য- ডাকো শব্দের নিটোল ভাঁজে
সমতার সুরে ভাসানী-বঙ্গবন্ধু আসে
সুনীল আকাশে চন্দ্রবিভা
অগ্নিমন্ত্রে প্রজ্জলিত
জাতীয় চেতনার মূর্ত প্রতীক
প্রজন্ম থেকে প্রজন্ম
ভুলেনি সে কথা চৈত্র খরা দিনের–
এখন কারাগার নেই শেকলের!
আছে ধ্বংসের ধ্রুপদ গীত;
আছে মৃত্যু ,হানহানি ,রক্তের কোলাহল
ঝরে না সঙ্গীতের স্বেদ-
সেই পুরনো বাণী।
সংত্রুামক শোষক প্রতিতী অক্ষর নেয় শুষে
বারুদ বোমার বিপ্লবে—
তোমাকে আজ বড়বেশী দরকার ছিলো
সূচাগ্র কলমের দাঁত ;অঝর অক্ষর!
মার্কস-লেনিন সংগায় হয় না আত্নলীন!
ভাবছি ,তাই এই প্রজন্মে বসে।
তোমার বয়ান
লিখন এতোই কী সহজ?