আমরা সবাই সমান না
– মনজুর কাদের
কেউবা মোটা কেউবা চিকন
কেউবা আবার টলও খুব
কেউবা কালো কেউবা শাদা
কারুর দেহে বলও খুব
কারুর কথা যায় জড়িয়ে
বলছি কথা কষ্ট করে
কেউবা আবার বাকপটু খুব
সব কিছু কই পষ্ট করে
কেউবা লিখি বাম হাতেও
ডান হাতে কেউ লেখিই না
কেউবা দেখি প্রখর খুবই
কেউবা চোখে দেখিই না
কারুর গায়ে তিলও থাকে
কারুর জনম্ চিহ্নও
কেউবা আবার খুব স্বাভাবিক
কেউবা খানিক ভিন্নও
কেউবা আবার সঞ্চয়ী খুব
কেউবা কিছু জমান না
এই জগতে আমরা সবাই
সকল দিকে সমান না