যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী আটক শুরু প্রথম অভিযানেই শতাধিক আটক

জুমাস ডেস্ক: ১৫ জুন থেকে যুক্তরাজ্যে সরকার অবৈধ অভিবাসীকে আটক করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে এর মধ্যেই শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে ব্রিটিশ পুলিশ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ অভিযানের সময় নর্থ লন্ড‌নের ব্রেন্টে ইমিগ্রেশন ইন‌ফোর্সমেন্ট কর্মকর্তাদের কার্যক্রম প‌রিদর্শনে যোগ দেন।

যুক্তরাজ্যের নীতিমালা ভঙ্গ করে বিপুলসংখ্যক অভিবাসী অবৈধভাবে কাজ করতেছেন। যুক্তরাজ্যের সরকার এ অভিবাসীদের সংখ্যা কমাতে এবার আকস্মিক অভিযানে নেমেছে।

এ অভিযান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনসহ পুরো দেশের রেস্টুরেন্ট, সেলুনসহ বিভিন্ন জায়গার ও দোকানে পরিচালনা করা হচ্ছে যাতে করে অভিবাসীরা ব্রিটিশ সরকারের নীতিমালা ভঙ্গ করে অবৈধভাবে কাজ করতে না পরে।

১৬ জুন যুক্তরাজ্যের পুলিশ একদিনেই বহুসংখ্যক অবৈধ অভিবাসী‌কে আটক করেছে। ইতিমধ্যেই আটকৃত অনেক জনকে তাদের নিজ দেশে পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে যুক্তরাজ্যের সরকার।

এর মধ্যেই আইনি সহায়তার মধ্য দিয়ে আটককৃত অনেকেই জামিনে মুক্ত হচ্ছেন বলে জানাগেছে। অনেক আইনজীবীরা মনে করেন এ ধরনের ঘটনায় তাৎক্ষণিক আইনি সহায়তা নেয়া প্রয়োজন। এতে করে জোরপূর্বক ভাবে অন্তত আটককৃতদেরকে তাদের নিজ দেশে পাঠিয়ে দেয়া ঠেকানো সম্ভব বলে তারা মনে করেন।

বাংলাদেশের বিপুলসংখ্যক অভিবাসী অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাসরত আছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশি কমিউনিটিতে বেশ উদ্বেগ দেখা দিয়েছে।

-মোহাম্মদ মামুন রশীদ

Loading