ফিলিস্তিনিদের ওপর হামলা  বন্ধের আহ্বান জানালেন সৌদি বাদশাহ

রিয়াদ, ১০ এপিল – ফিলিস্তিনের জনগণের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার এই আহ্বান জানান তিনি।

এ সময় সৌদি আরবের বাদশাহ দুর্ভোগ অবসানে ফিলিস্তিনে নিরাপদ ত্রাণ করিডরের ব্যবস্থা করার আহ্বান জানান।  ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নিরাপদে বসবাসসহ সব ধরনের বৈধ অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান।

বাদশাহ সালমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি। বাদশাহর পক্ষে সৌদির সম্প্রচারমন্ত্রী সালমান আল-দোসারি ভাষণটি পাঠ করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *