টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন বোলারদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠছে। চলতি আসরের প্রায় প্রতি ম্যাচই হচ্ছে লো-স্কোরিং থ্রিলার যার সর্বশেষ সংযোজন নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে বার্টম্যান-নরকিয়া-জানসেনদের পেস আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল নেদারল্যান্ডস।
শনিবার (৮ জুন) নিউইয়র্কের ন্যাসাউ ক্রিকেট স্টেডিয়ামে সহজে জেতা ম্যাচ কঠিন করে ডাচদের ৪ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। ডাচদের নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট ১০৩ রানে আটকে ফেলে প্রোটিয়া বোলাররা। সল্প রানের তাড়ায় জঘন্য শুরু করে আসরের অন্যতম ফেভারিটরা। তবে শেষ পর্যন্ত ডেভিড মিলার কৃতিত্বে জয় নিয়ে ফেরে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার যে ব্যাটিং লাইনআপ, ডাচ বোলিংকে উড়িয়ে সহজেই জিতে যাবে প্রোটিয়ারা-এমনটা ধরে নিয়েছিলেন অনেকে। তবে জয়টা এত সহজে আসেনি। বরং রান তাড়ায় নেমে হারের শঙ্কাও পেয়ে বসেছিল প্রোটিয়াদের।
ডাচদের দেওয়া ১০৪ রানের ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু হয় প্রোটিয়াদের। কোনো বল খেলার আগেই রানআউট হয়ে ফেরেন ডি কক। পরের ওভারে আরেক ওপেনার রিজা হেনড্রিকস ফেরেন মাত্র তিন রান করে। শেষ পর্যন্ত ৫১ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫৯ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। যে ম্যাচে শেষ পর্যন্ত জয় হয়েছে প্রোটিয়াদের।